গাজীপুর-১ জেলার কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার (০৮ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত “টেপ বল BPL” টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ (কালিয়াকৈর) সংসদীয় আসনের নেতা আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ধন্যবাদ জানাচ্ছি সভাপতি জনাব সাইজুদ্দিন আহাম্মেদ—আহবায়ক, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর পৌর বিএনপি—এবং টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।”
এছাড়া কাজী ছাইয়েদুল আলম বাবুল ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “আমার দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের উপযোগী আধুনিক মাঠ ও গ্যালারি নির্মাণের সর্বাত্মক চেষ্টা করবো।”
স্থানীয় তরুণদের ক্রীড়া উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন ও সুস্থ বিনোদন ব্যবস্থার প্রসারে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।











