November 15, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ফিলিপাইনের মান্যবর রাষ্ট্রদূত লিও টিটো এল . আউসান , জুনিয়র এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআই এর ইয়ুথ এন্টারপ্রেনিয়রশিপ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীব।

ফিলিপাইনের মান্যবর রাষ্ট্রদূত লিও টিটো এল . আউসান , জুনিয়র এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআই এর ইয়ুথ এন্টারপ্রেনিয়রশিপ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীব।

Image

কুশল বিনিময় এর পর তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পর্যটন এর উন্নয়ন নিয়ে ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল . আউসান , জুনিয়র বাংলাদেশকে ব্রান্ডিং করার জন্য ঢাকাতে একটি বড় ফেস্টিভ্যাল করার আহবান জানান। যেখানে বাংলাদেশের রিকশা কে প্রাধান্য করে এই ফেস্টিভ্যালটি করা হলে ব্রান্ডিং এর জন্য বেশি কার্যকরী হবে বলে উনি ধারণা করেন, কারণ বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেয়ছে রিকশা ও রিকশাচিত্র।

এতে করে বাংলাদেশের পর্যটন সম্পর্কে সারা বিশ্ব আরও অনেক কিছু জানতে পারবে এবং তরুন প্রজন্ম এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পাবে। আলোচনা শেষে তিনি প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীবকে তার নিজের লেখা একটি বই Sleepless in Dhaka & Other Poem উপহার স্বরূপ প্রদান করেন।

বাংলাদেশকে ভালোবেসে তিনি এই বইটি লিখেছেন বলে তিনি জানান।

Scroll to Top