December 26, 2024

শিরোনাম
  • Home
  • খেলা
  • ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে সোনা স্পেনের

৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে সোনা স্পেনের

Image

অনলাইন ডেস্কঃ

এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৮ গোলের ম্যাচে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন।

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল স্পেন। ১০ মিনিটের মধ্যে তিন গোল করে চালকের আসনে বসে গেল তারা। তবে হাল ছাড়ল না ফ্রান্স। শেষ দিকে সমতা টেনে ম্যাচ টেনে নিল অতিরিক্ত সময়ে, সেখানে অবশ্য পেরে উঠল না তারা। রোমাঞ্চকর লড়াইয়ে ফরাসিদের হারিয়ে প্যারিস অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে সোনা জিতল স্প্যানিশরা। পিএসজির ঘরের মাঠে ফাইনালে ৫-৩ গোলে জিতেছে স্পেন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকসের ছেলেদের ফুটবলে সোনা জিতল স্পেন।শেষবার জিতেছিল ৩২ বছর আগে।১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে পেপ গার্দিওলা–লুইস এনরিকের নেতৃত্বে প্রথম সোনার স্বাদ পায় ইউরোপ জায়ান্টরা।

Scroll to Top