August 3, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ৬ দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

৬ দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

Image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী জমায়েত হতে থাকেন। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন। এসময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রদান, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

Scroll to Top