September 11, 2025

শিরোনাম
  • Home
  • ভ্রমণ
  • ৩০ অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ), ২০২৫’

৩০ অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ), ২০২৫’

Image

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলার আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে টোয়াব জানায়, মেলার ১৩তম আসরে বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে আড়াই শতাধিক প্রদর্শক অংশ নেবেন। চারটি প্যাভিলিয়নে থাকবে ২২০টি স্টল। এতে দুই হাজার ব্যবসায়ী প্রতিনিধি এবং ৫০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, এবারের মেলায় প্রথমবারের মতো একটি বিশেষ মেডিকেল ট্যুরিজম জোন রাখা হচ্ছে। পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার জাতীয় পর্যটন সংস্থাগুলো ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মালয়েশিয়া, মালদ্বীপ, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং তুরস্কসহ বিভিন্ন দেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইন এবং দেশীয় ভ্রমণ সংস্থাগুলোও থাকবে।

প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হবে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার, গোলটেবিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশের পর্যটন গন্তব্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র এরও আয়োজন থাকবে।

টোয়াব পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন শোভন জানান, এবারের মেলা হবে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বৃহৎ, আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ। উন্নত ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে দর্শনার্থীরা ভেন্যুর মানচিত্র ও স্টলের তথ্য জানতে পারবেন।

টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে আয়োজকরা মেলাকে প্লাস্টিক ফ্রি ইভেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া গাছ লাগানো এবং দেশের আট বিভাগে পরিবেশবান্ধব পর্যটন প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় আরও থাকবে ভ্রমণ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা। বিজয়ীদের কাজ প্রদর্শনীতে স্থান পাবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, পর্যটন খাতের উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকার এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর সভাপতি মো. তানজিম আনোয়ার। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন টোয়াব পরিচালক (মিডিয়া ও জনসংযোগ) মো. ইউনুছ।

Scroll to Top