December 25, 2024

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর সাক্ষাৎ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর সাক্ষাৎ

Image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ বুধবার (২৮ আগস্ট, ২০২৪ খ্রি.) বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার (ভারপ্রাপ্ত) নারদিয়া সিম্পসন সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সন্ত্রাস দমন, মানব পাচার প্রতিরোধ, পুলিশ সংস্কার, বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, চলমান বন্যায় বাংলাদেশের ২২টি জেলায় কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কৃষি পুনর্বাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অংশীদার। বন্যা পুনর্বাসনে আমরা ব্র্যাককে প্রয়োজনীয় তহবিল দিয়েছি। আশা করছি, তারা দ্রুত কাজ শুরু করবে।

হাইকমিশনার বলেন, আমরা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। অস্ট্রেলিয়া কাউন্টার-টেররিজম, ট্রান্সন্যাশানাল ক্রাইম, মানব পাচার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ভবিষ্যতে বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, পুলিশ সংস্কারের অংশ হিসেবে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। তাছাড়া অস্ট্রেলিয়া সাইবার সিকিউরিটি, ইমিগ্রেশন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আনুষঙ্গিক সহায়তা দিতে রাজি আছে। অস্ট্রেলিয়া আশা করে, মানবাধিকার সুরক্ষায় বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপদেষ্টা এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আনা পিটারসন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top