September 11, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Image

রাজধানীর উত্তরায় স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার গুরুত্ব এই আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেগর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস-এর উপাচার্য প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ। গেস্ট অব অনার ছিলেন স্কুলটির চেয়ারম্যান ও সিইও এ কে এম আশরাফুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান AC ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ ও ডিরেক্টর DBC নিউজ; মিসেস সারওয়াত মাসুদা রেজা, কান্ট্রি লিড, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড; এবং মাকসুদা খান মিশা, ম্যানেজিং ডিরেক্টর, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড ও স্কুলের উপদেষ্টা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আফরোজা হক চৌধুরী, অ্যাক্টিং প্রিন্সিপাল, স্টেপিং স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।

বক্তারা তাঁদের বক্তব্যে উদ্যোক্তা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে খাপ খাওয়ানোর মতো উদ্যোক্তা দক্ষতা অর্জন করতে হবে। ব্রিটিশ কাউন্সিলরের সহযোগিতায় এই কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে বলে বিশেষভাবে উল্লেখ করা হয়।

Scroll to Top