January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • সিলেটে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন ভাবনায় তরুণদের ভাবনা শুনলেন তারেক রহমান

সিলেটে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন ভাবনায় তরুণদের ভাবনা শুনলেন তারেক রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে সিলেটে তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্ধারিত নির্বাচনী জনসভা শুরুর আগে নগরীর একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“দ্য প্ল্যান: ইউথ পলিসি টক উইথ তারেক রহমান” শীর্ষক এই আয়োজনে রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী অংশ নেন। তারা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে নিজেদের ভাবনা ও নীতিগত প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে তরুণদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাদের মতামতকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “তরুণরাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের চিন্তা, উদ্ভাবনী ধারণা ও সাহসী মতামতের ওপর ভর করেই একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যখাত সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের বিষয়ে বিভিন্ন বাস্তবভিত্তিক প্রস্তাব উপস্থাপন করেন।

Scroll to Top