সিটি কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে গৃহীত “প্রজেক্ট ফর স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশনস” প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা উপলক্ষে যৌথ সমন্বয় কমিটি (JCC) সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর, ২০২৫) অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও অর্জনসমূহ পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব। তিনি সিটি কর্পোরেশনগুলোর সময়োপযোগীভাবে গুরুত্বপূর্ণ জবাবদিহিমূলক নথি প্রণয়ন, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য কাঠামোবদ্ধ ও নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এসব অর্জন প্রকল্পটির কার্যকর বাস্তবায়নেরই প্রতিফলন।
সভায় উপস্থিত জাইকার প্রতিনিধিরা প্রকল্পের আওতায় গড়ে ওঠা বিভিন্ন সিস্টেম ও প্রক্রিয়াকে টেকসই করতে এগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, দীর্ঘমেয়াদে সিটি কর্পোরেশনগুলোর স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকমুখী সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।











