December 7, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • সারসিনা দরবার শরিফে ১৩৫তম বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

সারসিনা দরবার শরিফে ১৩৫তম বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

Image

তিন দিনব্যাপী বৃহৎ ধর্মীয় সমাবেশ ও আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে ঐতিহাসিক সারসিনা দরবার শরিফের ১৩৫তম বার্ষিক ধর্মীয় সম্মেলন (মাহফিল) সোমবার সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ মাহফিলে দেশের নানা প্রান্ত থেকে আসা পাঁচ লক্ষাধিক ভক্ত-অনুরাগীর অংশগ্রহণ সারসিনার আধ্যাত্মিক প্রভাব ও মর্যাদাকে আরও একবার দৃঢ়ভাবে প্রতিফলিত করেছে।

মাহফিলে আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। দরবার শরিফে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সারসিনা দরবার শরিফের পীর, শাহ সুফি আমির হিজবুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসাইন। দরবারের ঐতিহ্যবাহী আতিথেয়তা ও সম্মানবোধ রাষ্ট্রদূতের প্রতি বিশেষভাবে প্রদর্শিত হয়।

৩৭৫ বছরের ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরিফ ভারত–পাক–বাংলা অঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে দাওয়াহ, ইসলামী শিক্ষা, আধ্যাত্মিক দিকনির্দেশনা ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দরবারের অধিভুক্ত প্রতিষ্ঠান দারুসসুন্নাত কামিল মাদ্রাসা—১৯১৫ সালে প্রতিষ্ঠিত—বর্তমানে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে ইসলামী জ্ঞানচর্চার সুযোগ করে দিচ্ছে।

এ বছরের সম্মেলন প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ শরিফ (রহ.)–এর আত্মিক উত্তরাধিকারকে স্মরণ করার পাশাপাশি পূর্বতন পীর শাহ সুফি সৈয়দ ফয়জুল হক শরিফ (রহ.)–এর অবদানের কথাও তুলে ধরে। তাঁদের আধ্যাত্মিক দিকনির্দেশনা আজও অনুসারীদের প্রেরণা জোগায়।

বিকেলের অধিবেশনে আরবি ভাষায় বক্তব্য রাখেন রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। তিনি আলেম-উলামা, আয়োজক, গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ভক্তদের সামনে সারসিনার আতিথেয়তা ও আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি আলজেরিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং ইসলামী শিক্ষা, সামাজিক সেবা ও দাওয়াহ কার্যক্রমে সারসিনা দরবার শরিফের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন, আলজেরিয়া ও বাংলাদেশের সুফি পরম্পরার মধ্যে দানশীলতা, ঐক্য, সম্মিলিত যিকির এবং শৃঙ্খলাবদ্ধ আত্মিক চর্চার মতো বহু মিল দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় করে।

মাহফিলের শেষ দিনে দরবার শরিফের শীর্ষ আলেমরা ধর্মীয় আলোচনায় অংশ নেন। এরপর হযরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসাইন বিশেষ মোনাজাত পরিচালনা করেন, যেখানে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও স্থিতির জন্য দোয়া করা হয়। এ সময় পুরো প্রাঙ্গণে এক গভীর আধ্যাত্মিক আবহ তৈরি হয়।

রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির উপস্থিতি বাংলাদেশ–আলজেরিয়া বন্ধুত্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করেছে বলে আয়োজকরা জানান। তাঁর অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক ও আত্মিক মেলবন্ধনকে আরও প্রসারিত করেছে।

সারসিনা দরবার শরিফ জানায়, ইসলামী শিক্ষা বিস্তার, আধ্যাত্মিক দিকনির্দেশনা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি আলজেরিয়ার সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তারা কাজ করে যাবে।

Scroll to Top