December 23, 2024

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • রাবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রাবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

Image

বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে চলছে জুলাই বিপ্লবের আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী। ১৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। পরে দর্শকদের আগ্রহের প্রেক্ষিতে একদিন বাড়িয়ে এই প্রদর্শনী মঙ্গলবার ১৭ ডিসেম্বর পর্যন্ত চলে।

এসময় অন্যদের মধ্যে উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর তাঁরা প্রদর্শনী ঘুরে আলোকচিত্রগুলো দেখেন।

রাবি জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় চলমান এই প্রদর্শনীতে জুলাই বিপ্লবকালে রাজশাহী, ঢাকা ও অন্যত্র ধারণ করা দুই শতাধিক আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার স্থান পেয়েছে।

Scroll to Top