January 29, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • রাজধানীতে হঠাৎ দুই স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজধানীতে হঠাৎ দুই স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Image

রাজধানীতে হঠাৎ দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।

রোববার (৯ নভেম্বর, ২০২৫) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ও সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর, ২০২৫) ভোরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।

Scroll to Top