August 5, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • মোবাইল ফোনসহ ছিনতাইকারী আটক করায় ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

মোবাইল ফোনসহ ছিনতাইকারী আটক করায় ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আল-মামুন ট্রাফিক দায়িত্ব পালনের সময় ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করায় তাকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

বুধবার (১৯ ফেব্রুয়ারী ২০২৫খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার।

নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট আল-মামুনের উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ কালাম নামের এক ছিনতাইকারীকে আটক করে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোঃ আল-মামুন।

সূত্রঃ Dhaka Metropolitan Police – DMP এর পেজ থেকে।

Scroll to Top