বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।






পুলিশ কমিশনার মহোদয় বলেন, “মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরদিন অটুট থাকবে।”

উক্ত অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











