আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা ও নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয়, জাতি আজ গভীর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছে।




১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়। এ উপলক্ষে শহীদদের স্মরণে নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।
পরবর্তীতে পুলিশ সুপার, গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











