আজ বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) তারিখে “How BAF can complement the national efforts on non-military use of outer space taking other related organizations on board to meet national interests” শীর্ষক বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।

বিডার কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম।এয়ার কমডোর আবদুল্লাহ আল মাসুদ ও এয়ার কমডোর মি. করিম, চীফ ইন্সপেক্টর, বিমান বাহিনী হেড কোয়ার্টারস-এর নেতৃত্বে বিমান বাহিনীর ৮ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। সভায় বিডা ও বিমান বাহিনীর পক্ষ থেকে পৃথক অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা উপস্থাপন করা হয়।

এসময়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিমান বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।