January 29, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো গাজীপুর জেলা পুলিশ

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো গাজীপুর জেলা পুলিশ

Image

গাজীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর।

সভায় বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এ যুদ্ধে বহু পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন—অনেকে শহীদ হন, অনেকে আহত হন এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য অনেকেই খেতাবপ্রাপ্ত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি); মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সহ গাজীপুর জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Scroll to Top