December 7, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • মালয়েশিয়া প্রস্তুত হাজার হাজার পর্যটককে স্বাগত জানানোর জন্য “ভিজিট মালয়েশিয়া ২০২৬” এ

মালয়েশিয়া প্রস্তুত হাজার হাজার পর্যটককে স্বাগত জানানোর জন্য “ভিজিট মালয়েশিয়া ২০২৬” এ

Image

আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম বোর্ডের উদ্যোগে “Visit Malaysia 2026 Fair” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল ও PHP Automobiles Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান বলেন, “Visit Malaysia Year 2026 – Malaysia Truly Asia” প্রচারণা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, মালয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয় এবং সকল অংশীদারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের বন্ধুদের মালয়েশিয়ায় স্বাগত জানাতে তারা আগ্রহী এবং সবাইকে মালয়েশিয়ার উৎকৃষ্ট পর্যটন সুযোগ-সুবিধা উপভোগ করার আহ্বান জানান।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী বছরে Visit Malaysia 2026 ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ থেকে অন্তত ৩ লাখ পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া।

ভিসা সমস্যার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন—মালয়েশিয়ার ই-ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সিস্টেমেটিক। আবেদনকারীদের অবশ্যই মালয়েশিয়া হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া সত্যিকারের লিংক ব্যবহার করতে হবে এবং তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, অরিজিনাল ডকুমেন্ট জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অসঙ্গতি পাওয়া গেলে আবেদনকারীর নাম ব্ল্যাকলিস্ট হতে পারে। প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে PHP Automobiles Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ বলেন— বাংলাদেশে তারা মালয়েশিয়ার শীর্ষ অটোমোবাইল ব্র্যান্ড Perodua-র প্রতিনিধিত্ব করছেন।

তিনি বলেন, যারা মালয়েশিয়ান গাড়ি চালিয়ে দেখতে চান বা কিনতে চান, তারা তেজগাঁওয়ের হাতখোলা শো-রুম এবং চট্টগ্রামের শো-রুমে যেতে পারেন। বর্তমানে তারা চারটি মডেল প্রদর্শন করছে এবং বাংলাদেশের বাজারে মালয়েশিয়ার মানসম্পন্ন যানবাহন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে PHP Automobiles।

অনুষ্ঠানে PHP Automobiles Limited-এর একটি নতুন মোটরসাইকেলও উন্মোচন করা হয়, যা দর্শনার্থীদের নজর কাড়ে।

উল্লেখ্য, Visit Malaysia 2026 হলো মালয়েশিয়ার একটি জাতীয় পর্যটন ক্যাম্পেইন, যেখানে সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব, ইকো-ট্যুরিজম এবং আধুনিক পর্যটন অভিজ্ঞতাকে বিশ্বব্যাপী প্রচার করা হচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে লাখো আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করতে চায় দেশটি।

Scroll to Top