রঙে ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এক সফরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সম্প্রতি যশোরের মনিরামপুর পরিদর্শন করেছেন। সেখানে তিনি সাক্ষাৎ করেন স্থানীয় নারী উদ্যোক্তাদের সঙ্গে, যারা ‘সদাইপাতি’ নামক সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিচালনা করছেন একেকটি কমিউনিটি স্টোর।
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় স্থাপিত ১০৫টি সদাইপাতি স্টোর ইতোমধ্যে গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ সব স্টোরে নারীরা শুধু মালিক নন, একই সঙ্গে তারা ক্রেতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকাও পালন করছেন।

সদাইপাতি মডেলের মূল ভিত্তি হলো ব্যবসা ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র কৃষকের প্রশিক্ষণ। এই উদ্যোগের মাধ্যমে নারীরা যেমন নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন, তেমনি স্থানীয় পর্যায়ে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলছেন।
মনিরামপুরের নারী উদ্যোক্তারা রাষ্ট্রদূত মিলারকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানান, এবং তাদের পথচলার গল্প শোনান। রাষ্ট্রদূত মিলারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।