August 3, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত

Image

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে বৃহস্পতিবার (১২ জুন, ২০২৫) লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

আহমেদাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

Scroll to Top