August 4, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্রগণকে পরিদর্শনে ঢাকা সিএমএইচ এ সেনাবাহিনী প্রধান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্রগণকে পরিদর্শনে ঢাকা সিএমএইচ এ সেনাবাহিনী প্রধান।

Image

অনলাইন ডেস্কঃ

বুধবার (২১ আগস্ট ২০২৪) সেনাবাহিনী প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে ঢাকা সিএমএইচ পরিদর্শন করেন। এ সময় তিনি আন্দোলনে আহত ছাত্রদের সুচিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। অদ্যবধি ৩০৭ জন আহত ছাত্র সারা দেশের বিভিন্ন সি এম এইচ এ চিকিৎসা গ্রহণের জন্য আগমন করেছেন।

তন্মধ্যে ৬০ জন আহত ছাত্র বিভিন্ন সিএমএইচ এ ভর্তি আছেন, যাদের সকলেই শঙ্কামুক্ত। অবশিষ্ট ছাত্রগণ ইতিমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করে প্রস্থান করেছেন।

Scroll to Top