প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ১৪৩২, যেখানে সবার জন্য উন্মুক্ত থাকছে উৎসবের আনন্দ! ‘উৎসব হোক সবার’ স্লোগানকে ধারণ করে ১৩ থেকে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই প্রাণবন্ত আয়োজন। ঢাকার অন্যতম অভিজাত এই হোটেলের মেইন লবি, লবি লাউঞ্জ এবং টেরাকোটার পাশের এলাকা জুড়ে ছড়িয়ে থাকবে বৈশাখী উৎসবের রঙিন আবহ।
পহেলা বৈশাখীকে আরো রঙিন ও উৎসবমুখর করে তুলতে এই মেলাকে হরেক রকম বৈচিত্র্যময় আয়োজন দিয়ে সাজিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। বৈশাখী মেলার আনন্দ কে সার্বজনীন করে তুলতে এই মেলাটি সবার জন্য সম্পূর্ণ উন্মুন্ত রাখা হয়েছে।
মেলা জুরে থাকবে ২৫টির বেশি স্টল যেখানে দর্শনার্থীরা পেয়ে যাবেন বাঙালির ঐতিহ্যবাহী হস্তশিল্প, কুটিরশিল্প, নানাবিধ দেশীয় কাপর, জুয়েলারি, কস্মেটিকস্ পণ্যের ব্র্যান্ড এবং অত্যান্ত সুলভ মুল্যে হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত নানান প্রকার দেশীয় খাবারের স্টল।
পরিবার ও শিশুদের জন্য থাকবে বাঙালির ঐতিহ্যবাহী খেলার আয়োজন যেমন বায়স্কোপ, টিয়া পাখির খেলা ইত্যাদি সম্পূর্ণ ফ্রি। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অত্যন্ত সুল্ভ মুল্যে মেহেদি ও ফেইস পেইন্টিং করার সুযোগ। এরই সাথে থাকবে বৈশাখী সংগীত যা মেলার আয়োজনকে অনেকাংশে উৎসবমুখর করে রাখবে বলে আশা করছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ।
এই মেলার পাশাপাশি, হোটেলের বিখ্যাত এবং জনপ্রিয় রেস্টুরেন্ট ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপি বন্যাঢ্য বৈশাখী খাদ্য উৎসব – “স্বাদে ঘ্রাণে বাঙ্গালিয়ানা” যেখানে থাকবে প্রায় ২০০ এর বেশি দেশীয় খাদ্যের সমারোহ।
এই খাদ্য উৎসব, ২০টি এর বেশি নির্দিষ্ট ব্যাংকের কার্ডে থাকবে ১টি বুফে কিনলে ১টি, ২টি অথবা ৩টি বুফে সম্পূর্ণ ফ্রি।
টেবিল বুকিং এর ২৪ ঘন্টা হটলাইন নাম্বার ০১৭১৩৩৮২৬০৯।