January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমবেদনা জানাতে তারেক রহমানের সাক্ষাৎ করলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমবেদনা জানাতে তারেক রহমানের সাক্ষাৎ করলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত

Image

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ড. আলী হাইদার আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ড. আলী হাইদার আহমেদ মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এবং মালদ্বীপের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানান।

জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মালদ্বীপ সরকারের এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তাঁর পরিবারের পক্ষ থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও মালদ্বীপের জনগণকে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাতের অংশ হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাংলাদেশ সফরকালে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হাইদার আহমেদ বাংলাদেশের সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি সফররত নেপাল, ভুটান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের এবং পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দক্ষিণ এশীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Scroll to Top