January 29, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বে অব বেঙ্গল কনভারসেশনে কোরিয়ার উন্নয়ন অভিজ্ঞতা শেয়ার করলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক

বে অব বেঙ্গল কনভারসেশনে কোরিয়ার উন্নয়ন অভিজ্ঞতা শেয়ার করলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক

Image

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর পার্ক ইয়ং-সিক সোমবার (২৪ নভেম্বর ২০২৫) রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS) আয়োজিত ‘The Bay of Bengal Conversation 2025’ সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে তিনি ‘A Ladder of Opportunities in Korea’ শীর্ষক একটি উপস্থাপনা দেন, যেখানে কোরিয়ার বিশ্বখ্যাত উন্নয়ন মডেল ‘Saemaul Undong (New Community Movement)’, কোরিয়ার অর্থনৈতিক রূপান্তরের ধাপগুলো এবং বৈষম্য দূরীকরণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

Scroll to Top