December 7, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বিমসটেক কাস্টমস কো-অপারেশন ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

বিমসটেক কাস্টমস কো-অপারেশন ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

Image

আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিমসটেক (BIMSTEC) ওয়ার্কিং গ্রুপ অন কাস্টমস কো-অপারেশন–এর তৃতীয় বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে ২ ডিসেম্বর ২০২৫।

সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা BIMSTEC ফ্রি ট্রেড এরিয়া (FTA)-র আওতায় Agreement on Cooperation and Mutual Assistance in Customs Matters খসড়া চুক্তি নিয়ে আলোচনা ও হালনাগাদ করেন। কাস্টমস সহযোগিতা শক্তিশালী করা, বাণিজ্য সহজীকরণ এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধারাগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো খসড়া চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত পোষণ করে। এই চুক্তি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্যের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং BIMSTEC অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top