বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর গুলশান কার্যালয়ে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিটিএমএ’র পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল।

সভায় উপস্থিত ছিলেন বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শামীম ইসলাম ও জনাব মোঃ আবুল কালাম এবং জনাব মোঃ সালেহ্উদ জামান খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ জনাব মোঃ মনির হোসেন, জনাব সৈয়দ এনায়েত কবির, জনাব মুহা. খোরশেদ আলম, প্রকৌশলী রাজীব হায়দার, প্রকৌশলী ইসতিয়াক আহমেদ সৈকত, জনাব বি.এম. সোয়েব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব আবদুল্লাহ আল মামুন, জনাব আব্দুল ওয়াদুদ চৌধুরী, জনাব হোসেন মেহমুদ এবং জনাব মতিউর রহমান।
সভায় নির্ধারিত এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়। উক্ত সভায় বিটিএমএ’র সেক্রেটারী জেনারেল ব্রিগে. জেনা. মোঃ জাকির হোসেন (অব.) উপস্থিত ছিলেন। এছাড়া বিটিএমএ’র উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দও সভায় অংশগ্রহণ করেন।











