বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এ সোমবার (১০ নভেম্বর, ২০২৫) একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলটি টেকসই ম্যানুফ্যাকচারিং এবং পরিবেশ দূষণ হ্রাসে কাজ করা Sustainable Manufacturing and Environmental Pollution (SMEP) Programme, Solidaridad Network Asia, QStone Capital এবং Kingsley–এর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

বৈঠকে বিজিএমইএ পরিচালক নাফিস উদ দৌলা এবং মোহাম্মদ সোহেল প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে (RMG) বর্জ্য পানি পুনর্ব্যবহার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদল জানায়, এসএমইপি প্রোগ্রামের অধীনে তারা একটি মডুলার ও মুভেবল জিরো লিকুইড ডিসচার্জ (ZLD) প্রযুক্তি পাইলট পর্যায়ে চালু করেছে, যা বর্জ্য পানির ৮০ শতাংশ পর্যন্ত পুনর্ব্যবহার করতে সক্ষম। এর ফলে নতুন করে মিঠা পানির উত্তোলন কমে আসবে এবং ওয়েট-প্রসেসিং কারখানাগুলোতে দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।











