September 11, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণ

Image

যশোর প্রতিনিধিঃ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণ করেছে যশোর জেলা বিএনপি। সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১১টায় শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। তিনি ছিলেন এক সত্যিকারের দেশপ্রেমিক, যিনি কেবল স্বাধীনতার ঘোষকই নন, অস্ত্র হাতে যুদ্ধেও অংশ নিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের মানুষ এখনো তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যখন দেশ চরম অস্থিরতায় নিমজ্জিত ছিল, তখন সাধারণ মানুষের আস্থা ও সমর্থনে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় আসেন। তারই নেতৃত্বে দেশে স্থিতিশীলতা ফিরে আসে। গ্রামের মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও বনায়নের যে ভাবনা, তা শহীদ জিয়ার হাত ধরেই শুরু হয়। যশোরের এই চারা বিতরণ কর্মসূচি তারই একটি ধারাবাহিকতা।

চারা বিতরণ শেষে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

Scroll to Top