অনলাইন ডেস্কঃ
দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে মুক্ত বাণিজ্যক চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়া। তবে, দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে মুক্ত বাণিজ্যের দীর্ঘ কাজ শুরু করা যেতে পারে বলে মনে করে বাংলাদেশ।
দুই দেশের কুটনৈতিক সম্পর্ক আরো মজবুত করতে রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়।
যেখানে বক্তারা দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম অভিবাসন, প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
গত কয়েক দশক ধরেই বাংলাদেশের জন্য অন্যতম শ্রম বাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৩ লাখ বাংলাদেশি কর্মরত আছেন।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. রিয়াজ হামিদ উল্লাহ জানান, দুই দেশের মধ্যে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্তবাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে সেমিনারে মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মো. হাশিম বলেন, আগামীতেও দুই দেশের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গত আগস্টে দেশটি থেকে ২৫০ বিলিয়নেরও বেশি রেমিট্যান্স এসেছে। তবে মানবপাচার রোধে ভিসানীতি কঠোর করা হয়েছে বলেও জানান তিনি।