বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আজ বুধবার (৯ এপ্রিল, ২০২৫) এই চার সংস্থা একটি Letter of Intent (LoI) স্বাক্ষর করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইএলও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পাউটিয়াইনেন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
চুক্তির আওতায় বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক অধিকার সংরক্ষণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির লক্ষ্যে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে। অংশীদার চারটি সংস্থা সরকার, ব্যবসায়িক সংগঠন ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার প্রচেষ্টা চালাবে।