ঢাকায় সুইডেন দূতাবাস বাংলাদেশ ও বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুইডেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দূতাবাসের মতে, “যখন মানবাধিকার সুরক্ষিত থাকে, তখন গণতন্ত্র বিকশিত হয় এবং জনগণ ব্যবস্থার ওপর আস্থা রাখে।”

১৯৯৫ সাল থেকে সুইডেন বিশ্বব্যাপী ৫০টিরও বেশি জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান (এনএইচআরআই) গড়ে তোলা ও উন্নয়নে সহায়তা করছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। সুইডেনের ২০২৪–২০২৮ বৈশ্বিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বৈশ্বিক মান ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা, স্বাধীন প্রতিষ্ঠান ও কাঠামো শক্তিশালীকরণ, মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠন ও নেটওয়ার্ককে সহায়তা, এবং বৈষম্য ও নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়ানোর কাজ চলছে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে কক্সবাজারে অনুষ্ঠিত “জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯” সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে যোগ দেন। তিনি বলেন, “যেকোনো গণতন্ত্রের জন্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে মানবাধিকার অনুশীলনের ভূমিকা অত্যন্ত মৌলিক।”