January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতায় অস্ট্রেলিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতায় অস্ট্রেলিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে

Image

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার কার্যক্রমে অস্ট্রেলিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে। তিনি শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) চট্টগ্রামে অনুষ্ঠিত এক সেমিনারে যোগ দেন, যা যৌথভাবে আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বাণিজ্যিক আদালত (Commercial Courts) প্রতিষ্ঠা ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির গতি বাড়াতে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। বিচারব্যবস্থার সার্বিক আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

বাণিজ্যিক আদালত কার্যকর করা হচ্ছে প্রধান বিচারপতি ড. সৈয়দ রফাত আহমেদের নেতৃত্বে চলমান বৃহত্তর বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে। এই উদ্যোগ বাস্তবায়নে ইউএনডিপির ‘Judicial Reform Support’ কর্মসূচির অধীনে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠান চলাকালে অস্ট্রেলিয়া একটি সমর্থনপত্রে (Letter of Endorsement) স্বাক্ষর করে, যার মাধ্যমে বিচার বিভাগীয় সংস্কারকে আরও শক্তিশালী করতে নতুন সহায়তা প্যাকেজ প্রদানের ঘোষণা দেওয়া হয়। এই সহায়তা মূলত ন্যায়বিচার বাস্তবায়ন, বিচারপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে বলেন, “দক্ষ, আধুনিক ও স্বাধীন বিচারব্যবস্থা একটি দেশের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মূল উপাদান। বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অস্ট্রেলিয়া গর্বিত।”

Scroll to Top