September 13, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশে আলজেরিয়ান দূতাবাসে জাতীয় মুজাহিদ দিবস পালিত

বাংলাদেশে আলজেরিয়ান দূতাবাসে জাতীয় মুজাহিদ দিবস পালিত

Image

বাংলাদেশে অবস্থিত আলজেরিয়ার দূতাবাসে বুধবার (২০ আগস্ট, ২০২৫) জাতীয় মুজাহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আলজেরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্যাফেয়ার্স ম্যাডাম বাসমা বেন্টালেব।

অনুষ্ঠানে দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তা, বিশিষ্ট অতিথি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মুজাহিদ দিবস আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের দুটি ঐতিহাসিক ঘটনার স্মরণে পালিত হয়— ১৯৫৫ সালের ২০ আগস্ট নর্থ কনস্ট্যানটাইন অভ্যুত্থান এবং ১৯৫৬ সালের ২০ আগস্ট সুম্মাম সম্মেলন।

মূল বক্তব্যে ম্যাডাম বাসমা বেন্টালেব আলজেরিয়ার মুক্তি সংগ্রামে শহীদ ও মুজাহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন- “১৯৫৫ সালের নর্থ কনস্ট্যানটাইন অভ্যুত্থান এবং ১৯৫৬ সালের সুম্মাম সম্মেলন আমাদের বিপ্লবের ইতিহাসে অমর হয়ে আছে। এগুলো স্বাধীনতার দুটি স্তম্ভ— রক্ত ও আত্মত্যাগে গড়া প্রতিরোধ এবং দূরদর্শী নেতৃত্ব ও সংগঠনের ভিত্তি।”

তিনি উল্লেখ করেন, কনস্ট্যানটাইন অভ্যুত্থানের করুণ রক্তক্ষয় আলজেরীয়দের স্বাধীনতার লড়াইকে আরও সুদৃঢ় করেছিল। অপরদিকে সুম্মাম সম্মেলন বিপ্লবকে সুসংগঠিত করে রাজনৈতিক ও সামরিক দিকনির্দেশনা প্রদান করে, যার ফলেই পরবর্তীতে গঠিত হয় আলজেরিয়ার প্রোভিশনাল গভর্নমেন্ট।

তিনি বলেন, “আজ আমরা মুজাহিদদের আত্মত্যাগকে স্মরণ করছি। তাদের আদর্শ— স্বাধীনতা, ঐক্য ও ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার নতুন করে দৃঢ় করুক। তাদের সাহস ও দৃষ্টি আমাদের পথচলায় অনন্তকাল প্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানের শেষে আলজেরিয়ার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলজেরীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা বিশেষ সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।

বাংলাদেশে অবস্থিত আলজেরিয়ার দূতাবাস এ আয়োজনে অংশগ্রহণকারী সকল অতিথি ও আলজেরিয়ার বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

Scroll to Top