ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার ইসলামাবাদস্থ রাষ্ট্রদূত Mr. Sheikhnur Mohamed Hossain রবিবার (৩০ নভেম্বর ২০২৫) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে সংগঠনটির প্রশাসক Mr. Md. Abdur Rahim Khan-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অগ্রাধিকারের ক্ষেত্রগুলো বৈঠকে গুরুত্ব পায়।

সাক্ষাতে বাংলাদেশ ও সোমালিয়ার পারস্পরিক অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে livestock, মেডিকেল সার্ভিস, ওষুধ ও ফার্মাসিউটিক্যালসসহ সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের আন্তর্জাতিক বিষয়ক উইং প্রধান Mr. Md. Zafar Iqbal ndc, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা Brig. Gen. (অব.) Abu Nayeem Md. Shahidullah এবং সোমালিয়া দূতাবাসের ডিপ্লোম্যাটিক কো-অর্ডিনেটর Ms. Asma Haghi।
এফবিসিসিআই মনে করে, সোমালিয়ার সঙ্গে উদীয়মান বাজার ব্যবস্থায় সহযোগিতা বাড়লে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।











