নেপাল দূতাবাস, ঢাকা–এর ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল ‘গ্লোকাল টিন হিরো বাংলাদেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে গ্লোকাল প্রা. লি. নেপাল এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।

নিজের বক্তব্যে মিস সিলওয়াল নেপাল ও বাংলাদেশের গভীর জনগণ-সম্পর্ককে তুলে ধরেন। তিনি বলেন, গ্লোকাল টিন হিরোর মতো উদ্যোগ দুই দেশের তরুণদের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মিস সিলওয়াল শীর্ষ ছয় ফাইনালিস্টকে অভিনন্দন জানিয়ে তাদের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে গ্লোকাল টিন হিরো বাংলাদেশ ২০২৫–এর বিজয়ী মাহমুদুল হাসানকে পুরস্কার প্রদান করেন। টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)–ভিত্তিক তার উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিনিধি, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের সদস্যরা উপস্থিত ছিলেন।











