December 1, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ দূতাবাস, বাহরাইন কর্তৃক পূর্ব রিফায় প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাংলাদেশ দূতাবাস, বাহরাইন কর্তৃক পূর্ব রিফায় প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

Image

বাহরাইনের পূর্ব রিফা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সেবা ও সচেতনতা বাড়াতে বাংলাদেশ দূতাবাস, মানামা একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) নায়লা আল-নাশমি ইভেন্টস হলে অনুষ্ঠিত এই ক্যাম্পে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ক্যাম্পে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট, জন্ম নিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ সব ধরনের কনস্যুলার ও শ্রম কল্যাণ সেবা প্রদান করা হয়। পাশাপাশি বাহরাইনের আইন ও বিধিনিষেধ, ট্রাফিক আইন, ভিসা সংশোধন, শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্যসেবাবিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। বাহরাইনের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকেও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি নিজে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। তিনি তার বক্তব্যে বিদেশী অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের কল্যাণে এ ধরনের সচেতনতামূলক আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও জানান, প্রবাসীদের অধিকার রক্ষা এবং সেবা সহজীকরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও সেমিনার ও ক্যাম্পে অংশ নেন। রিফা, আলী ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক প্রবাসী এতে অংশগ্রহণ করে বিভিন্ন সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগ ও সেবায় সন্তোষ প্রকাশ করেন।

Scroll to Top