January 30, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে জাপানের আগ্রহ

বাংলাদেশ থেকে উচ্চমূল্যের ফ্যাশনেবল পোশাক আমদানিতে জাপানের আগ্রহ

Image

সোমবার (১০ নভেম্বর, ২০২৫) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সাথে জাপান টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (জেটিআইএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে জাপানি ক্রেতারা বাংলাদেশ থেকে উচ্চমূল্যের, ফ্যাশনেবল ও ভ্যালু-অ্যাডেড পোশাক আমদানিতে তাদের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে বাংলাদেশ থেকে জাপানে পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি জাপানি ক্রেতাদের বাংলাদেশ থেকে সোর্সিং আরও বাড়ানোর অনুরোধ জানান এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, দক্ষ জনশক্তি ও মানসম্মত উৎপাদন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য জাপানের ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও আলোচনা হয়। বিজিএমইএ নেতারা এ ক্ষেত্রে জেটিআইএ-এর সহযোগিতা কামনা করেন, যাতে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ আরও গতিশীল হয়।

লিড টাইম হ্রাস ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেটিআইএ প্রতিনিধি দল বাংলাদেশের কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও আধুনিকায়নের পরামর্শ প্রদান করে।

বৈঠকে বিজিএমইএ’র পক্ষ থেকে সভাপতির সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক মোহাম্মদ সোহেল।

Scroll to Top