বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় রাষ্ট্রীয় থাই এম্বাসি থাইল্যান্ডের জাতীয় দিবস, মহা সম্রাট কিং ভুমিবল আদুল্যাদেজের জন্মবার্ষিকী এবং ফাদার্স ডে উদযাপন উপলক্ষে একটি আতিথ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডঃ এম. সাখাওয়াত হোসেন।

প্রায় ২০০ জন অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, সরকারি কর্মকর্তা এবং থাই ও বাংলাদেশি ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস থিতিপর্ন চিরাসাওয়াদি, রানি সিরিকিত দ্য কুইন মাদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহা সম্রাট কিং ভুমিবল আদুল্যাদেজের মহানতাকে স্মরণ করে বক্তব্য দেন। এম্বাসেডর বাংলাদেশ-থাইল্যান্ডের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক, বিগত বছরের বহুপাক্ষিক সহযোগিতা এবং আগামী প্রকল্প ও কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক আরও সুদৃঢ় করার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।


অনুষ্ঠানে থাই খাবার ও মিষ্টি পরিবেশিত হয়, এছাড়াও ফল ও সবজির কার্ভিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের সফরপ্রচার কর্তৃপক্ষ (TAT), নিউ দিল্লি অফিসের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা থাই খাদ্য ও সংস্কৃতির মাধ্যমে থাইল্যান্ডের সফট পাওয়ারকে প্রচার করে।











