থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি সাক্ষাৎ করেন থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (TICA)-এর মহাপরিচালক মি. চুলভাত নারিনথ্রাঙ্গুরার সঙ্গে।
সাক্ষাৎকালে উভয়পক্ষ জনস্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতসহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো গ্রীষ্মমণ্ডলীয় রোগ প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় মাহিডল বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভিজ্ঞতার প্রতি বিশেষ স্বীকৃতি জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি বাংলাদেশের ক্রমবর্ধমান চিকিৎসা পর্যটন ও ওষুধ শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ ন্যায্য ও সমতাভিত্তিকভাবে সকলের জন্য প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এছাড়া, শ্রম খাতে সহযোগিতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে TICA-এর সহায়তায় বাংলাদেশি কর্মীদের জন্য ভাষা ও সংস্কৃতিগত প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাব দেন তিনি।











