সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য কূটনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশন।

রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর ‘শেরাটন ঢাকা’-তে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এছাড়া বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।