September 14, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

Image

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। ল্যাবএইড গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে বাহিনীর সকল স্তরের সদস্যরা তাঁদের নিজ, স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের জন্য ল্যাবএইড গ্রুপের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। বাহিনীর সদস্যরা বাহিনী কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র অথবা যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা ভোগ করতে পারবেন।

চুক্তির আওতায় রয়েছে-

• ল্যাবএইড গ্রুপের সকল শাখা ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি টেস্টে ২০% ছাড়।

• সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রা-সনোগ্রাম, ইকো ও ইটিটি টেস্টে ১০% বিশেষ ছাড়।

• আইপিডি বেড চার্জ ও বেড ক্যাটাগরিতে দৈনিক ৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধা।

এ চুক্তির ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবার আধুনিক, উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তাঁদের কল্যাণ ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Scroll to Top