অনলাইন ডেস্কঃ
বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বস্ত্রখাতের উন্নয়নে ভূমিকা রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সেবা পেতে কারো যেনো কষ্ট না হয়। প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করা হবে।
এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর, ২০২৪) রাজধানীর কারওয়ান বাজারস্থ বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।
বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ বলেন, তাঁত ও বস্ত্রখাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধকতা এড়িয়ে কাজ করে যাচ্ছে। তাঁত বোর্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধার হয়েছে।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান মো. আব্দুস সামাদ, মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস।