রাজধানীর বসুন্ধরায় রহমান এজে ট্রেড সেন্টারে সুপরিচিত চাইনিজ কোল্ড টি ও আইসক্রিম ব্র্যান্ড রুনচা-এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতা জনাব সালাউদ্দিন চৌধুরী এবং মিশা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও বিশিষ্ট পোশাক শিল্প উদ্যোক্তা আনোয়ার আকাশ, বিজিএমইএ-এর সদস্য ওমর ফারুক, এসকট গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, চায়নার উদ্যোক্তাবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, রুনচা-তে ব্যবহৃত উন্নতমানের কোল্ড টি ও সফট আইসক্রিমের সব কাঁচামাল সরাসরি চীন থেকে আমদানি করা হয়। ফলে ভোক্তারা স্বল্প মূল্যে উৎকৃষ্টমানের পণ্যের স্বাদ উপভোগ করতে পারবেন।

পরিচালক আনোয়ার আকাশ জানান, গ্রাহকদের চাহিদা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়ে অদূর ভবিষ্যতে রাজধানীর আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে রুনচা-র নতুন শাখা চালু করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনের পরপরই বিপুল সংখ্যক ক্রেতার উপস্থিতিতে শাখাটি সরগরম হয়ে ওঠে। অনেকেই পণ্যের মান ও দামের সমন্বয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষভাগে চায়নার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।