গাজীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় শিনওয়ান গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত, ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামেন। বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।