বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মাদাম ম্যারি মাসদ্যুপুই (Marie Masdupuy) শনিবার (৫ জুলাই) ফ্রান্স দূতাবাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (NEO) ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে ও অ্যাওয়ার্ড সেরিমনির আয়োজন করেন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় পরিবেশবাদী তরুণ চ্যাম্পিয়নগণ, শিক্ষক, নীতিনির্ধারক, রাজনীতিক, এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) এর উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডে এবার সারাদেশ থেকে ১,৫০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার জাতীয় বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন রাষ্ট্রদূত ম্যারি মাসদ্যুপুই।