August 4, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ, অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ

প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ, অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ

Image

অনলাইন ডেস্কঃ

অন্য সময়ের তুলনায় রাজধানীর প্রধান সড়কগুলো ফাঁকা। হাতে গোনা কয়েকটি গণপরিবহন ও রিকশা ছাড়া চলছে না কোনো গাড়ি। মানুষজনের চলাচলও কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। রাজধানীর কারওয়ান বাজার, বাংলামটর, প্রেস ক্লাব, পল্টন, গুলিস্তান, কমলাপুর, মতিঝিল ও ওয়ারী ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

কোটা সংস্কার আন্দোলনের আজ (শনিবার, ৩রা আগস্ট) বিক্ষোভ কর্মসূচি থাকায় সকাল থেকেই রাজধানীতে মানুষ জনের উপস্থিতি কম। সংঘর্ষ ও এলোপাথাড়ি গুলির আতঙ্কে কর্মসূচির দিন খুব জরুরি না হলে সাধারণ মানুষ বাইরে বের হচ্ছে না। 

পল্টনের রিকশা চালক আমির হোসেন বলেন, ‘সকাল থেকে মাত্র দুইটা খ্যাপ পাইলাম। মানুষ একেবারেই কম।’ মতিঝিলের চা দোকানদার আবদুল করিম বলেন, ‘সকাল থেকেই মানুষ কম। মানুষ ভয়ে বের হচ্ছে না। বের হলেই তো গুলি খাওয়ার ভয়।’ শিখর পরিবহনের হেলপার রমজান আলী বলেন, ‘বাসে যাত্রী নেই বললেই চলে। সড়কে আজ বাসও কম। পেটের দায়ে রাস্তায় বেরিয়েছি।’

Scroll to Top