December 7, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পোশাক শ্রমিকদের কল্যাণ ও ফুটবলের উন্নয়নে বিজিএমইএ–বাফুফে এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পোশাক শ্রমিকদের কল্যাণ ও ফুটবলের উন্নয়নে বিজিএমইএ–বাফুফে এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Image

বাংলাদেশের পোশাকশিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএ’র পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফে’র পক্ষ থেকে সভাপতি তাবিথ আউয়াল স্মারকে স্বাক্ষর করেন। এই MoU-এর মাধ্যমে দেশের কোনো স্পোর্টস বডির সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারিত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে বিজিএমইএ নতুন মাইলফলক অর্জন করেছে।

অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক মোহাম্মদ সোহেল, স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির এবং ব্র্যান্ডিং কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম (শুভ) উপস্থিত ছিলেন। অন্যদিকে বাফুফে-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম এবং নির্বাহী সদস্য ইকবাল হোসেন।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়া-সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাক শিল্প কর্মীদের জীবনমান উন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করা। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শিল্প ও ক্রীড়ার এই যৌথ পথচলা বাংলাদেশের বৈশ্বিক সম্মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, এই চুক্তি ফুটবলকে তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পোশাকশিল্প ও ফুটবল একসঙ্গে দেশের জন্য কাজ করার নতুন সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, যার উদ্যোগেই মূলত এই MoU স্বাক্ষরের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া বক্তব্য রাখেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং বাফুফে সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

Scroll to Top