পদোন্নতিসূত্রে গাজীপুর জেলায় যোগদানকৃত কনস্টেবল মোঃ হাবিল উদ্দীন কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করায় আনুষ্ঠানিকভাবে তাঁর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।
এ উপলক্ষে জেলা পুলিশ, গাজীপুরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ হাবিল উদ্দীনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান পুলিশ সুপার। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), গাজীপুর।











