December 26, 2024

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পঞ্চগড়ে সার্বিক নিরাপত্তায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা

পঞ্চগড়ে সার্বিক নিরাপত্তায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা

Image

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে সার্বিক নিরাপত্তায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা। জানা যায় বিভিন্ন দাবিতে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিপরীতে বিভিন্ন সেবা কাজে পঞ্চগড়ে মাঠে নেমেছে আনসার ও ভিডিপি, স্কাউট, বিএনসিসি সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহাড়া এমনকি সীমান্ত এলাকায় বিজিবি’র পাশাপাশি কাজ করছে আনসারের টিম।

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে দেখা গেছে স্কাউট ও বিএনসিসি সদস্যদের পাশাপাশি কাজ করছে ১০ জন আনসার সদস্য। সারাদিন সড়কে অবস্থান করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে তারা। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সীমান্ত এলাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ভারতে চলে যেতে চায় তাদের বোঝানোর জন্য চারটি টিম কাজ করছে। তারা ওই সীমান্ত এলাকায় অবস্থান করে সীমান্তে পাল্টাপাড়া, বড় সিংগিয়া ও রানীগঞ্জ সীমান্তে আসা মানুষদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।

এছাড়াও আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিংগিয়া শান্তিপাড়া সীমান্তে ছয়জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করছে। রাধানগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড়ে পাঁচ জন, বলরাম রানীগঞ্জ বাজারে ছয়জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে।

পঞ্চগড় আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান বলেন, সীমান্ত এলাকা ছাড়াও মন্দিরসহ স্পর্শকাতর স্থানগুলোতে প্রশাসনের সাথে সমন্বয় করে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করে যাচ্ছে। এছাড়া চলমান সংকটে সাধারণ মানুষদের সার্বিক নিরাপত্তা দিতে জেলার পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

Scroll to Top