বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দিন নাছির নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং যুগ্ম আহ্বায়ক এড. জাকারিয়া।

এ অনুষ্ঠানটি নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।